মঙ্গলবার ২১শে অগ্রহায়ণ ১৪৩০ Tuesday 5th December 2023

মঙ্গলবার ২১শে অগ্রহায়ণ ১৪৩০

Tuesday 5th December 2023

সংস্কৃতি পথে পথে

বর্জ্যের নিচে চাপা পড়া শৈশব আয়নালের কণ্ঠ থেকে গান কেড়ে নিতে পারেনি

২০২২-০৭-২৩

দরিদ্রের কারণে স্কুল ছাড়তে হয়েছিল আইনালকে। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহে তাকে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা কাজ করতে হয়। বর্জ্যের নিচে চাপা পড়া শৈশব আয়নালের কণ্ঠ থেকে গান কেড়ে নিতে পারেনি।

 

 

Your Comment