DrikNEWS | গনি ফকিরের দেহতত্ত্বের গান DrikNEWS
শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২ Saturday 10th May 2025

শনিবার ২৭শে বৈশাখ ১৪৩২

Saturday 10th May 2025

সংস্কৃতি পথে পথে

গনি ফকিরের দেহতত্ত্বের গান

২০২২-০৭-১৭

দৃকনিউজ প্রতিবেদন

প্রয়াত বাউল গনি ফকির, এলাকার লোক তাকে আদর করে ডাকতেন গনি পাগল! বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানায়। গনি পাগল গান বাঁধতেন, নিজেই বিভিন্ন আসরে গাইতেন, ভক্তি গান, দেহ তত্ত্বের গান, বিচ্ছেদ গান। আশির দশকের শেষে, এমনকি নব্বই দশকের শুরুতেও এলাকার মানুষের মুখে মুখে ফিরতো গনি পাগলের গান। 

 

সংরক্ষণের অভাবে মুত্যুর পর গনি পাগলের গানগুলো হারিয়ে যেতে বসেছিলো। এলাকার কয়েকজন তরুণ আবার কণ্ঠে তুলেছেন তাঁর গান। তেমন একটি গানই দৃকনিউজের পাঠকদের জন্য আমরা পরিবেশন করছি। 

 

গনি পাগলের নিজের জন্মস্থান মেহেরপুর জেলার গাংনী উপজেলায় চিৎলা গ্রামের চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে তাঁর গান গাইছেন জুবায়ের সাকিব বাপ্পি। তার সাথে বাদ্যে সঙ্গত করছে আশিক (খমক) ও মিন্টু (বাঁয়া)।