শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

দেশজুড়ে মানবাধিকার

কেন মামলা করেনি নিহত নাহিদের পরিবার?

২০২২-০৭-১৪

দৃকনিউজ প্রতিবেদন

খুন হওয়া সন্তানের শোকে আজও মুহ্যমান মা ও বাবা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে হেলমেটধারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ১৮ বছর বয়সী নাহিদ।

 

 

কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে নাহিদকে হত্যা করেন হেলমেটধারীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে ১৮ এপ্রিল ২০২২। হেলমেটধারী ও ব্যবসায়ীদের প্রায় দুই দিনব্যাপি এই সংঘর্ষে নাহিদ ও মুরসালিন নামে দুই জন নিহত হয়েছেন।

 

হত্যাকান্ডের অভিযোগে বেশ কয়েকজনকে সেসময় গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিচারে দীর্ঘসূত্রতা ও ভয়-ভীতিসহ নানা কারণে নাহিদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

Your Comment