শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ Friday 23rd January 2026

শুক্রবার ১০ই মাঘ ১৪৩২

Friday 23rd January 2026

জনমত

রশি টেনে নদী পার: লাখো মানুষের দুর্ভোগ

২০২২-০৩-১৯

দৃকনিউজ প্রতিবেদন

একটি সেতুর অভাবে গত ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিমায়ারা নদীতে সেতু না থাকায় রশি টেনে নৌকা পার হচ্ছেন গ্রামবাসী। যোগাযোগের এই নাজুক ব্যবস্থার কারণে কৃষক ও মৎস্য খামারিদেরও প্রতিনিয়ত গুনতে হচ্ছে বাড়তি খরচ। আর বর্ষা মৌসুমে ঝুঁকি তো রয়েছেই।