একটি সেতুর অভাবে গত ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিমায়ারা নদীতে সেতু না থাকায় রশি টেনে নৌকা পার হচ্ছেন গ্রামবাসী। যোগাযোগের এই নাজুক ব্যবস্থার কারণে কৃষক ও মৎস্য খামারিদেরও প্রতিনিয়ত গুনতে হচ্ছে বাড়তি খরচ। আর বর্ষা মৌসুমে ঝুঁকি তো রয়েছেই।