DrikNEWS | বৈষম্য এবং নির্যাতন প্রতিরোধে নারী সাংবাদিকদের লড়াইয়ের ডাক DrikNEWS
সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ Monday 5th May 2025

সোমবার ২২শে বৈশাখ ১৪৩২

Monday 5th May 2025

দেশজুড়ে গণমাধ্যম

বৈষম্য এবং নির্যাতন প্রতিরোধে নারী সাংবাদিকদের লড়াইয়ের ডাক

২০২২-০৪-২৬

সামিয়া রহমান প্রিমা
সিনিয়র রিপোর্টার

নিত্যদিনের হয়রানি এবং পেশাগত সংগ্রাম তুলে ধরে প্রতিরোধের ডাক দিয়েছেন, সারাদেশের সংবাদমাধ্যমগুলোতে কর্মরত নারীরা। ‘বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা’ শিরোনামে দৃক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী এবং সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন সারাদেশের প্রায় ১০০ সংবাদকর্মী। সংবাদমাধ্যমগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন, পদোন্নতি ও মজুরির ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা, সংবাদকর্মীদের চরিত্রহনন এবং সংবাদের মাধ্যমে নারীর চরিত্রহনন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা, ডিজিটাল নিরাপত্তা আইন- ডিএসএ বাতিলসহ তারা তুলে ধরেছেন ৬ দফা দাবি। শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে এই আয়োজন।