শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

দেশজুড়ে সেবা-পরিসেবা

সড়ক দুর্ভোগে সন্তান হারিয়েছেন মা

২০২২-০৩-২২

দৃকনিউজ প্রতিবেদন

ভাঙাচোরা রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার দূরত্বের ফলে প্রথম সন্তান হারিয়েছেন মা, মুনিয়া বাহাদুর। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মালিখালি গ্রামে থাকেন তিনি। এ এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। দুর্গম এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে, মুনিয়ার মতো এই অঞ্চলের সকল প্রসূতি মায়েরাই রয়েছেন চরম ঝুঁকিতে।

Your Comment