ভাঙাচোরা রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার দূরত্বের ফলে প্রথম সন্তান হারিয়েছেন মা, মুনিয়া বাহাদুর। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মালিখালি গ্রামে থাকেন তিনি। এ এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। দুর্গম এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত নাজুক। এই পরিস্থিতিতে, মুনিয়ার মতো এই অঞ্চলের সকল প্রসূতি মায়েরাই রয়েছেন চরম ঝুঁকিতে।