DrikNEWS | রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি চলমান DrikNEWS
মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২ Tuesday 6th May 2025

মঙ্গলবার ২৩শে বৈশাখ ১৪৩২

Tuesday 6th May 2025

দেশজুড়ে মানবাধিকার

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি চলমান

২০২২-০৬-২০

দৃকনিউজ প্রতিবেদন

নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজার আশ্রয় শিবিরে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। 

 

'বিশ্ব শরণার্থী দিবস' সামনে রেখে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। 

 

সমাবেশে রোহিঙ্গারা বলেন, রোহিঙ্গাদের অধিকার, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন ও গণহত্যার দায়ে সামরিক জান্তার বিচারের দাবি হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে ক্যাম্পেও নিরাপত্তা সংকট বেড়ে চলছে।

 

এমন পরিস্থিতিতে দ্রুত নাগরিকত্ব, নিরাপত্তা ও  মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরার তাগিদ জানিয়েছেন রোহিঙ্গারা।

 

রোহিঙ্গাদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনে এই ৫ বছরে ঢাকা-নেপিদো  দ্বিপাক্ষিক বৈঠকসহ আন্তর্জাতিক মহলে ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বৈঠক হয়েছে। তবে আজও এই সংকট সমাধানে কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এক্ষেত্রে বিশ্ব মানবাধিকার সংস্থা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন, রোহিঙ্গা জনগোষ্ঠি।