শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ Friday 26th April 2024

শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১

Friday 26th April 2024

প্রচ্ছদ প্রতিবেদন

যথাযথ পূর্বাভাস দিতে কেনো বারবার ব্যর্থ হচ্ছে আবহাওয়া অধিদপ্তর

২০২২-১০-২৭

আবু রায়হান খান

    

 

আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে সোমবারও বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছিল, মঙ্গলবার সকালে আঘাত হানবে সিত্রাং। কিন্তু সোমবার সন্ধ্যায় সিত্রাং উপকূল অতিক্রম করা শুরু করে। সিত্রাং এর গতিবিধি কি এলোমেলো ছিল? আবহওয়া অধিদফতর এর গতিবিধি অনুমানে গুরুতর ভুল করলেও কিভাবে বহু দূর থেকে একজন গবেষক বেশ আগেভাগে সিত্রাং নিয়ে নিখুঁত ভবিষ্যতদ্বাণী করেছেন? সুপার কম্পিউটার ছাড়াই কিভাবে আবহাওয়ার সঠিক পূর্বাভাস সম্ভব? আবহাওয়া বিভাগের আসল সঙ্কটের জায়গাগুলো কী? দৃকনিউজের সাথে বাংলাদেশের আবহওয়া পূর্বাভাস ব্যবস্থাপনার কারণ এবং তার প্রতিকার নিয়ে কথা বলেছেন কানাডা প্রবাসী গবেষক মোস্তফা কামাল পলাশ।

Your Comment