DrikNEWS | প্রাণের সঙ্গে প্রকৃতির বন্ধন গড়ার ডাক DrikNEWS
শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ Friday 18th April 2025

শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২

Friday 18th April 2025

সংস্কৃতি আয়োজন

প্রাণের সঙ্গে প্রকৃতির বন্ধন গড়ার ডাক

২০২২-০৩-৩১

দৃকনিউজ প্রতিবেদন

‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার'- স্লোগানে ‘বসন্ত উৎসব- ১৪২৮’ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘সমগীত’। এতে গান শোনান সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, ব্যান্ড লীলা, সহজিয়া ও সমগীতসহ বেশ কয়েকটি গানের দল। এই আয়োজনে আলোচকরা বলেন, প্রতিনিয়ত দখল, লুন্ঠন ও অতি মুনাফাখোরদের সহিংসতার শিকার হচ্ছে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ। যারা এই ধ্বংসের পেছনে আছেন তাদের পরাজিত করে, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান তাদের।