বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Thursday 21st November 2024
২০২২-০৯-২১
বিভিন্ন খরাকবলিত ও লবণাক্ত এলাকায় দূর থেকে পানি সংগ্রহ করেন নারীরা
আলোকচিত্রী: এবি রশিদ
দিগন্ত বিস্তৃত খরায় ফাটা মাঠের মধ্য দিয়ে আশাশুনি গ্রামে দূর থেকে খাবার পানি আনতে যাচ্ছেন একজন নারী। আলোকচিত্রী | এবি রশিদ
দিগন্ত বিস্তৃত খরায় ফাটা মাঠের মধ্য দিয়ে আশাশুনি গ্রামে দূর থেকে খাবার পানি আনতে যাচ্ছেন একজন নারী।
আলোকচিত্রী | এবি রশিদ
সাতক্ষীরার প্রতাবনগর এলাকা। চারদিকে কেবলই পানি। ভেলায় লোনা পানির দিগন্ত পাড়ি দিয়ে খাবার পানি আনছেন একজন নারী। আলোকচিত্রী | এবি রশিদ
সাতক্ষীরার প্রতাবনগর এলাকা। চারদিকে কেবলই পানি। ভেলায় লোনা পানির দিগন্ত পাড়ি দিয়ে খাবার পানি আনছেন একজন নারী।
পুরো এলাকার একমাত্র ব্যবহারযোগ্য নলকূপ থেকে পানি নিয়ে ফিরছেন আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা উত্তর বেতখাসি এলাকার একজন নারী। আলোকচিত্রী | এবি রশিদ
পুরো এলাকার একমাত্র ব্যবহারযোগ্য নলকূপ থেকে পানি নিয়ে ফিরছেন আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা উত্তর বেতখাসি এলাকার একজন নারী।
আম্ফানকবলিত কয়রা উত্তর বেতখাসি এলাকায় নদীর কূলে মাছ কুটছেন একজন নারী। দৈনন্দিন কাজের জন্য তাঁর মতো এখানকার অনেক মানুষকেই লবণাক্ত পানি ব্যবহার করতে হয়। আলোকচিত্রী | এবি রশিদ
আম্ফানকবলিত কয়রা উত্তর বেতখাসি এলাকায় নদীর কূলে মাছ কুটছেন একজন নারী। দৈনন্দিন কাজের জন্য তাঁর মতো এখানকার অনেক মানুষকেই লবণাক্ত পানি ব্যবহার করতে হয়।
সাতক্ষীরার প্রতাবনগরে আদিগন্ত লবণাক্ত পানির মাঝে সরু এই রাস্তা ধরে এই নারী খাবার পানি সংগ্রহ করে এনেছেন পরিবারের জন্য। আলোকচিত্রী | এবি রশিদ
সাতক্ষীরার প্রতাবনগরে আদিগন্ত লবণাক্ত পানির মাঝে সরু এই রাস্তা ধরে এই নারী খাবার পানি সংগ্রহ করে এনেছেন পরিবারের জন্য।
খরাপ্রবণ আশাশুনি গ্রামে দূর থেকে খাবার পানি সংগ্রহ করে আনতে যাচ্ছেন দুজন নারী। আলোকচিত্রী | এবি রশিদ
খরাপ্রবণ আশাশুনি গ্রামে দূর থেকে খাবার পানি সংগ্রহ করে আনতে যাচ্ছেন দুজন নারী।
সাতক্ষীরার আশাশুনিতে তোলা হয়েছে। গ্রীষ্মকালে এলাকাটি খরাপ্রবণ হয়ে ওঠে এবং পানির সংকট দেখা দেয়। নারীদেরকে এ সময়ে দূর থেকে পানি নিয়ে আসতে হয়। আলোকচিত্রী | এবি রশিদ
সাতক্ষীরার আশাশুনিতে তোলা হয়েছে। গ্রীষ্মকালে এলাকাটি খরাপ্রবণ হয়ে ওঠে এবং পানির সংকট দেখা দেয়। নারীদেরকে এ সময়ে দূর থেকে পানি নিয়ে আসতে হয়।
সাতক্ষীরার আশাশুনিতে একজন নারী দৈনন্দিন কাজের জন্য নদী থেকে লবণাক্ত পানি আনছেন। পান বাদে অন্যান্য কাজ এই পানি দিয়েই সারতে হয়। আলোকচিত্রী | এবি রশিদ
সাতক্ষীরার আশাশুনিতে একজন নারী দৈনন্দিন কাজের জন্য নদী থেকে লবণাক্ত পানি আনছেন। পান বাদে অন্যান্য কাজ এই পানি দিয়েই সারতে হয়।