DrikNEWS | তথ্য অধিকার আইনে তথ্য পেতে ভোগান্তি DrikNEWS
সোমবার ২২শে বৈশাখ ১৪৩২ Monday 5th May 2025

সোমবার ২২শে বৈশাখ ১৪৩২

Monday 5th May 2025

দেশজুড়ে মানবাধিকার

তথ্য অধিকার আইনে তথ্য পেতে ভোগান্তি

২০২২-০৪-০৬

দৃকনিউজ প্রতিবেদন

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতের লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন- ২০০৯’ অনুসারে গঠন করা হয় তথ্য কমিশন। তবে ১ যুগেও সাধারণ মানুষের তথ্য সংগ্রহে অনীহা স্পষ্ট। তথ্য পাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির অভিযোগ রয়েছে সংবাদকর্মীদেরও।