DrikNEWS | জলবায়ু পরিবর্তনের অজুহাতে বন্যার দায় এড়ানো যায় না DrikNEWS
বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ Thursday 15th May 2025

বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩২

Thursday 15th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনের অজুহাতে বন্যার দায় এড়ানো যায় না

২০২২-০৭-০৬

দৃকনিউজ প্রতিবেদন

অবকাঠামোগত উন্নয়নে অব্যবস্থাপনার কারণেই দেশে বন্যার তীব্রতা বেড়েছে বলে মত দিয়েছেন নদ-নদী ও পানি বিশেষজ্ঞরা। একইসাথে রয়েছে আন্তসীমান্ত নদ-নদী ব্যবস্থাপনায় আন্তদেশীয় উদ্যোগের অভাব ও জলবায়ু পরিবর্তন।

 

এসব ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনার পদক্ষেপ না নেয়া হলে প্রতিবছরই বন্যার তীব্রতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।  

 

বাংলাদেশের একটা বড় অঞ্চল বন্যায় আক্রান্ত। বন্যায় ডুবে আছে ভারতের আসাম ও মেঘালয়ের বিশাল জনপদও।  

 

বাংলাদেশের একটা বড় অঞ্চল বন্যায় আক্রান্ত। বন্যায় ডুবে আছে ভারতের আসাম ও মেঘালয়ের বিশাল জনপদও।  

 

বলা হচ্ছে, ভারতের মেঘালয়ের উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিপাতে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলে হঠাৎ বড় বন্যার সৃষ্টি হয়েছে।  

 

তবে নদী ও পানি বিশেষজ্ঞদের মতে, ভারতের আসাম ও মেঘালয়ে বনাঞ্চল উজাড় এবং খনিজ সম্পদ আহরণের কারণে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদ-নদী ও জলাভূমিগুলোর পানি ধারন ও বহন ক্ষমতা বিপুল হারে হ্রাস পেয়েছে।  

 

দেশের জেলা-উপজেলাগুলোতে প্রাকৃতিক জলাশয় ও জলাভূমি হারিয়ে যাচ্ছে। ভৌত অবকাঠামো নির্মাণ, নদী শাসন ও দখল বন্যার অন্যতম আরেকটি কারণ। 

 

এসবের ধারাবাহিকতায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ।