DrikNEWS | কেন মামলা করেনি নিহত নাহিদের পরিবার? DrikNEWS
রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ Sunday 4th May 2025

রবিবার ২১শে বৈশাখ ১৪৩২

Sunday 4th May 2025

দেশজুড়ে মানবাধিকার

কেন মামলা করেনি নিহত নাহিদের পরিবার?

২০২২-০৭-১৪

দৃকনিউজ প্রতিবেদন

খুন হওয়া সন্তানের শোকে আজও মুহ্যমান মা ও বাবা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে হেলমেটধারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ১৮ বছর বয়সী নাহিদ।

 

 

কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে নাহিদকে হত্যা করেন হেলমেটধারীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে ১৮ এপ্রিল ২০২২। হেলমেটধারী ও ব্যবসায়ীদের প্রায় দুই দিনব্যাপি এই সংঘর্ষে নাহিদ ও মুরসালিন নামে দুই জন নিহত হয়েছেন।

 

হত্যাকান্ডের অভিযোগে বেশ কয়েকজনকে সেসময় গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিচারে দীর্ঘসূত্রতা ও ভয়-ভীতিসহ নানা কারণে নাহিদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।