বুধবার ৯ই মাঘ ১৪৩১ Wednesday 22nd January 2025

বুধবার ৯ই মাঘ ১৪৩১

Wednesday 22nd January 2025

দেশজুড়ে মানবাধিকার

"আমার কষ্ট লাগে, আমার বাবাকে ফিরিয়ে দিন"

২০২২-০৮-২০

দৃকনিউজ প্রতিবেদন

   

মানববন্ধনে প্রিয়জনদের ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছেন গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা। একইসাথে জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Your Comment