মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ Tuesday 18th March 2025

মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১

Tuesday 18th March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

প্রধানমন্ত্রীর ভারত সফরে কী পেল বাংলাদেশ

২০২২-০৯-১৯

আবু রায়হান খান

    

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক - নদী, সীমান্ত, বিদ্যুৎ প্রসঙ্গ’ শিরোনামে অনলাইন সংবাদ সম্মেলন করেছে অধ্যাপক আনু মুহাম্মদ সম্পাদিত সাময়িকী সর্বজনকথা। 
 
সম্মেলনে তিন দফা দাবি উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। 
 
কুশিয়ারা নদীর পানি বন্টন বিষয়ক সমঝোতা স্মারক নিয়ে সরকারের পক্ষ থেকে দেয়া বিভ্রান্তিমূলক তথ্যের সমালোচনা করেন ভূতত্ত্ববিদ ড. মোহাম্মদ খালেকুজ্জামান। আন্তর্জাতিক আইনের আশ্রয় নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান তিনি। 
 
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত নির্ভরশীলতার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু। তিনি জানান, নতুন চুক্তি অনুযায়ী আদানিকে দেয়া ক্যাপাসিটি চার্জ দিয়েই তিনটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। 

 

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়েও সীমান্তে বিএসএফের গুলিতে একজন কিশোর নিহত হয়েছেন।