মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ Tuesday 18th March 2025

মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১

Tuesday 18th March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

ন্যায্যমূল্যের দাবিতে হরতাল: সংঘর্ষ ও হামলায় আহত বেশ কয়েকজন

২০২২-০৪-০৩

দৃকনিউজ প্রতিবেদন

নিত্যপণ্যের অসহনীয় দাম বৃদ্ধির প্রতিবাদে গত সোমবার ২৮ মার্চ, সারাদেশে আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পল্টন মোড়ে বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শাহবাগে বামজোট ভুক্ত ছাত্র সংগঠনগুলো হরতালের পক্ষে মিছিল করে এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। বেলা এগারোটার দিকে পল্টনে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ান পুলিশ ও বাম জোটের নেতাকর্মীরা। এসময় জল কামান, টিয়ার শেল এর গ্যাস নিক্ষেপসহ লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বাম জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হরতালকারীদের অভিযোগ, সারাদেশে হরতাল কর্মসূচিতে হামলা ও আটকের ঘটনা ঘটেছে। অন্তত ৫০ জন আহত হয়েছেন।