বুধবার ২রা মাঘ ১৪৩১ Wednesday 15th January 2025

বুধবার ২রা মাঘ ১৪৩১

Wednesday 15th January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

যাদের যোগসাজশে বিস্ফোরণ তাদের শাস্তি হবে না কেন?

২০২২-০৬-২৮

দৃকনিউজ প্রতিবেদন

বিশ্লেষকদের মতে, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি ‘কাঠামোগত হত্যাকাণ্ড’।

 

বিএম কনটেইনারের ডিপো ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রেই দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতা ছিল বলেও মনে করেন তারা।  

 

তাদের মতে, এক একটি দুর্ঘটনার প্রেক্ষাপটে বিদ্যমান আইনগুলো সংস্কার ও সমন্বয় করা জরুরি।

 

তদারকির দায়িত্বে যারা ছিল তাদেরকে জবাবদিহিতায় আনার মত আইন প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের।