সোমবার ৩রা চৈত্র ১৪৩১ Monday 17th March 2025

সোমবার ৩রা চৈত্র ১৪৩১

Monday 17th March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

বিস্ফোরণ প্রতিরোধে বিজ্ঞান ভিত্তিক দক্ষতা ও পদক্ষেপ জরুরি

২০২২-০৬-২৭

দৃকনিউজ প্রতিবেদন

বিশ্লেষকদের মতে, আইন ও নিয়ম-নীতি মানা হলে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা অবশ্যই এড়ানো যেত।

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ বলেন, রাসায়ানিক উৎপাদন, বহন এবং সংরক্ষণ এই তিনটি বিষয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে নিয়ম-নীতি মানতেই হবে।

 

শুধুমাত্র পুলিশি তদন্ত নয়, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনার সরেজমিন বৈজ্ঞানিক তদন্ত জরুরি বলেও তাগিদ জানিয়েছেন এই বিশ্লেষক। তিনি বলেন, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তদন্ত করে বের করতে হবে কেন এই ধরনের দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের দক্ষতা ও জনবল যথেষ্ট নয় বলেও মনে করেন অধ্যাপক ড. সাব্বির। তার মতে, দমকল বাহিনীর একটি কৌশলগত দল তৈরি করতে হবে যারা নিরাপদ দূরত্ব থেকে দুর্ঘটনা পর্যবেক্ষণ করে দিকনির্দেশনা দেবেন।