বুধবার ২রা মাঘ ১৪৩১ Wednesday 15th January 2025

বুধবার ২রা মাঘ ১৪৩১

Wednesday 15th January 2025

প্রচ্ছদ এক ঝলক

ফুলবাড়ী, ও ফুলবাড়ী...

২০২২-০৮-২৫

দৃকনিউজ প্রতিবেদন

  

২৬ আগস্ট ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবস।

 

 ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে বহিষ্কারসহ ৬ দফা দাবিতে ফুলবাড়ীর জনসাধারণ বিক্ষোভ প্রদর্শন করলে বিজিবি (তৎকালীন বিডিআর) গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই প্রাণ হারান আমিন, তরিকুল ও সালেকিন; আহত হন অনেকে। এরপর ফুলবাড়ী অগ্নিগর্ভ রূপ ধারন করে; বিডিআর-পুলিশসহ প্রশাসন এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। পার্বতীপুর, বিরামপুরসহ পাশের এলাকাগুলোতেও আন্দোলন ছড়িয়ে যায়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিল। অবশেষে ৩০ আগস্ট বিএনপি সরকার জনগণের দাবি মেনে নিয়ে জাতীয় কমিটির সাথে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।


প্রাণ-প্রকৃতি-কৃষি এবং মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ‘ফুলবাড়ী দিবস’ একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পালিত হয়ে আসছে। জ্বালানি নিরাপত্তা ও জাতীয় সম্পদের ওপর জনগণের অধিকারের আন্দোলনে ফুলবাড়ী একটি বিশাল প্রেরণার নাম।

 

ভিডিওটিতে মুনেম ওয়াসিফ ও তাসলিমা আখ্‌তারের আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। আবহসংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের গান।