জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন গণমানুষ। নিত্যপণ্যের পাশাপাশি সব ক্ষেত্রেই দাম বাড়ার কারণে জীবনে ব্যাপক দুর্যোগ নেমে এসেছে তাদের।
অথচ বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো কমানো উচিৎ ছিল বলে মনে করছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
আন্দোলনকারীদের দাবি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বিভিন্ন মহলের লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জনগণের ভোগান্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় আন্দোলনকারীদের ওপর গত শনিবার অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ।
সংকট সমাধানে সরকারের লুটপাট ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে বিপুল ব্যয়ের পরিমাণ কমিয়ে জনবান্ধব স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের।