চায়ের পাতা চায়ের দেশে
কান্না করে চুপি,
হাড়িতে ভাত বাড়ন্ত রাত
সলতে পোড়ায় কুপি।
চায়ের পাতা রক্ত ফোটায়
আধপেটে চালভাজা,
চায়ের পাতা ভর্তা মেখে
খাচ্ছে শ্রমিক সাজা।
মহল নিয়ে আছে মালিক
বাংলো নিয়ে বাবু,
ফাঁকির মজুরিতে শ্রমিক
জীর্ণ ঘরে কাবু।
হাড়ের শরীর অপুষ্টতায়
হাঁপায় বারোমাস,
সবুজ পাতায় তলিয়ে গেছে
চা শ্রমিকের লাশ।
বাবু যারা সাহেব যারা
গর্জে ওঠে রোজ,
মরলে শ্রমিক নেয় না তারা
চা শ্রমিকের খোঁজ।
নিরন্ন এই সংসারে কে দেবে গো আহ্লাদ?
জীবন ঢেলে পাতা তুলে জোটাই একটু ভাত।
ভাতের জন্য ঘেন্না এখন
ভাতই অভিশাপ,
চা শ্রমিকের জন্ম যেন আস্ত একটা পাপ।
কোম্পানি বাপ কোম্পানি মা
কোম্পানি কালসাপ,
চায়ের লিকার রক্ত হামার
জন্ম অভিশাপ।
(আগস্ট ২০২২)