খোয়াজ খিজিরকে নিয়ে গ্রাম বাংলায় গল্পের অন্ত নেই। জনপ্রিয় বিশ্বাস এমন যে, খোয়াজ খিজির মৃত্যকে জয় করেছেন। পানিতে কোনো মানুষ বিপদে পড়লে তিনি উদ্ধার করেন। তার জ্ঞান অসীম। ভবিষ্যত দেখতে পান তিনি। খোয়াজ খিজিরের এই চরিত্রটির সাথেই সম্পর্কিত একট অনুষ্ঠানের নাম “বেড়া ভাসান”।