শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১ Friday 4th October 2024

শুক্রবার ১৯শে আশ্বিন ১৪৩১

Friday 4th October 2024

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

মনিপুরের সহিংসতার নেপথ্যে জাতিগত বৈষম্য আর বঞ্চনা

২০২৩-০৫-১১

তৌফিক হোসাইন মবিন

হঠাৎ করে মনিপুরে জাতিগত সংঘর্ষ কেন এমন ভয়াবহ রূপ ধারণ করল? এ সমস্যার শিকড় কোথায়? ভারতের জাতীয় রাজনীতিতে এর কতদূর প্রভাব পড়তে পারে? এমন বেশ কিছু প্রশ্নের উত্তর এবং বিশ্লেষণ জানতে হলে দেখে নিন এ ভিডিওটি। মনিপুরে জাতিগত সংঘর্ষে গত কয়েকদিনে নিহত ৬০ এর বেশি, আহত কয়েকশত। রাজনৈতিক ধোঁয়াশা চলছে রাজ্যটিতে। অবস্থা দেখে মনে হচ্ছে খানিক স্তিমিত হলেও, সহসাই এ সংঘর্ষ থামার নয়।

Your Comment