DrikNEWS | মনিপুরের সহিংসতার নেপথ্যে জাতিগত বৈষম্য আর বঞ্চনা DrikNEWS
মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ Tuesday 13th May 2025

মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২

Tuesday 13th May 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

মনিপুরের সহিংসতার নেপথ্যে জাতিগত বৈষম্য আর বঞ্চনা

২০২৩-০৫-১১

তৌফিক হোসাইন মবিন

হঠাৎ করে মনিপুরে জাতিগত সংঘর্ষ কেন এমন ভয়াবহ রূপ ধারণ করল? এ সমস্যার শিকড় কোথায়? ভারতের জাতীয় রাজনীতিতে এর কতদূর প্রভাব পড়তে পারে? এমন বেশ কিছু প্রশ্নের উত্তর এবং বিশ্লেষণ জানতে হলে দেখে নিন এ ভিডিওটি। মনিপুরে জাতিগত সংঘর্ষে গত কয়েকদিনে নিহত ৬০ এর বেশি, আহত কয়েকশত। রাজনৈতিক ধোঁয়াশা চলছে রাজ্যটিতে। অবস্থা দেখে মনে হচ্ছে খানিক স্তিমিত হলেও, সহসাই এ সংঘর্ষ থামার নয়।