সোমবার ৯ই আষাঢ় ১৪৩২ Monday 23rd June 2025

সোমবার ৯ই আষাঢ় ১৪৩২

Monday 23rd June 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

মোদির দাবি: গণমাধ্যমকে আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ না করে ভুল করেছেন

২০২৩-০২-২৭

দীপান্বিতা কিংশুক ঋতি

 

গুজরাট দাঙ্গার বিষয়ে নরেন্দ্র মোদির ভাষ্য হলো, অত্যন্ত তৎপরভাবে গণহত্যা দমন করার ফলেই মাত্র তিন দিনে এই গণহত্যা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, “যা ঘটেছে তার জন্য আমি আনন্দিত নই, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি।” সাংবাদিক জিল ম্যাকগিভারিংয়ের সঙ্গে এক মুখোমুখি সাক্ষাৎকারে মোদি বলেন যে, একটিমাত্র জায়গায় তিনি ভুল করেছেন, আর তা হলো আরও কঠোরভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা উচিৎ ছিলো।

 

অর্থাৎ, গণহত্যার সকল দায়, গুজরাটের সহিংস পরিস্থিতি সবকিছুকে তিনি অস্বীকার তো করলেনই, সেইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা হরণ উচিৎ ছিলো বলেও দাবি করলেন। গুজরাট গণহত্যার ২১ বছর। গুজরাট গণহত্যা নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্র অবলম্বন ৪ পর্বের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে দৃকনিউজ।

Your Comment