রবিবার ৬ই মাঘ ১৪৩১ Sunday 19th January 2025

রবিবার ৬ই মাঘ ১৪৩১

Sunday 19th January 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

গুজরাট নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্র: খুন হন মোদির বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হরেন পণ্ডিয়া

২০২৩-০২-১৯

দীপান্বিতা কিংশুক ঋতি

বিবিসি ডকুমেন্টারি নিয়ে আমাদের আগের পর্বে আমরা দেখেছি 2002 সালের গুজরাট গণহত্যা নিয়ে বিবিসি সম্প্রতি একটি প্রামান্যচিত্র প্রকাশ করেছে। ভারতজুড়ে সেটি নিষিদ্ধ্ও হয়েছে। বিবিসি কার্যালয়ে ভারতের গোয়েন্দারা তল্লাশি চালিয়েছে, বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। কী আছে এই প্রামাণ্যচিত্রে? কেন এই প্রামাণ্যচিত্রটিকে এত ভয় পাচ্ছে ভারত সরকার?

 

বিশ বছরেরও বেশি আগের একটি নারকীয় ঘটনা কিভাবে এত বছর পরে পৃথিবীর অন্যতম শক্তিধর মানুষটির ভিত কাঁপিয়ে দিচ্ছে, বাংলাভাষী পাঠকদের জন্য তা নিয়ে দৃকনিউজ কয়েকটি পর্বের একটি ভিডিও প্রচার করবে। প্রথম পর্বে আমরা দেখেছি বৃটিশ সরকার গুজরাটের এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছিল, বলেছিল এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সাথে জড়িত। আজ দেখুন দ্বিতীয় পর্ব 'গুজরাট গণহত্যা নিয়ে বিবিসির প্রামাণ্য চিত্র : রহস্যময়ভাবে নিহত হন মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হরেন পণ্ডিয়া'।

Your Comment