মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩২ Tuesday 8th July 2025

মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩২

Tuesday 8th July 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

বিবিসি প্রামাণ্যচিত্র: মোদীকে গণহত্যাকারী বলেছিল ব্রিটিশ সরকারের গোপন তদন্ত

২০২৩-০২-১৫

দীপান্বিতা কিংশুক ঋতি

২০০২ সালের গুজরাট গণহত্যা নিয়ে বিবিসি সম্প্রতি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে। ভারতজুড়ে সেটিকে নিষিদ্ধও করা হয়েছে। কী আছে এই প্রামাণ্যচিত্রে? কেন এই প্রামাণ্যচিত্রটিকে এত ভয় পাচ্ছে ভারত সরকার? বিশ বছরেরও বেশি আগের একটি নারকীয় ঘটনা কীভাবে এত বছর পরে পৃথিবীর অন্যতম শক্তিধর মানুষটির ভিত কাঁপিয়ে দিচ্ছে, বাংলাভাষী পাঠকদের জন্য তা নিয়ে দৃকনিউজ কয়েকটি পর্বের ভিডিওর প্রথম পর্ব এটি। এই পর্বে থাকছে গুজরাটের দাঙ্গা, সাংসদ এহসান জাফরির মৃত্যু, গোধরা হত্যাকাণ্ড এবং গুজরাট দাঙ্গায় ব্রিটিশ সরকারের তদন্ত বিষয়ে বিবিসির এই প্রামাণ্যচিত্র কী বলছে, সেটি।

Your Comment