ইরানে হিজাবের নামে পুলিশী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত আছে। সর্বশেষ নিকা শাহকরামি নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে স্কুলের মেয়েদের ধরপাকড় অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের বিক্ষোভ দমনে দমন পীড়ন চালানো হয়েছে। এখন পর্যন্ত ১৮৫জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কেন এবং কীভাবে গড়ে উঠলো এই আন্দোলন, তার পূর্বাপর নিয়ে দৃকনিউজের এই প্রতিবেদন।