বুধবার ২রা মাঘ ১৪৩১ Wednesday 15th January 2025

বুধবার ২রা মাঘ ১৪৩১

Wednesday 15th January 2025

প্রচ্ছদ প্রতিবেদন

দীপ্ত টিভিকে আইসিটি আইনে হয়রানি অব্যাহত আছে

২০২২-০৭-২০

দৃকনিউজ প্রতিবেদন

৬ বছরের পুরনো একটি মামলায় দীপ্ত টেলিভিশনের উদ্যোক্তা এবং সংবাদকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় আবারও আলোচনায় এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- আইসিটি আইন। গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা দমনে প্রণীত এই আইনটি নিয়ে দৃকনিউজের সাথে কথা বলেছেন বিশিষ্টজনেরা।   

 

মানহানির নামে আইনি হয়রানি সংবাদমাধ্যমে সেলফ সেন্সরশিপ আরও বাড়াবে: ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী  

 

দীপ্ত টিভির দায়িত্বশীলদের গ্রেফতার করার ঘটনা নিয়ে গণমাধ্যমে যে আলোড়ন হওয়ার কথা ছিল, তা না হওয়ার মানে বিষয়টা স্বাভাবিকীকরণ করা হয়েছে: অধ্যাপক গীতিআরা নাসরিন   

 

এই ধরনের অগণতান্ত্রিক আইন পৃথিবীর কোথাও নেই: স্থপতি মোবাশ্বের হোসেন  

 

সরকার ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায় বলেই গণমাধ্যমকর্মীদের আলাদা আইনে বিচার করছে: সাংবাদিক গোলাম মোর্তোজা 

Your Comment