বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ Thursday 16th January 2025

বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১

Thursday 16th January 2025

সংস্কৃতি পথে পথে

গানের ক্লাসে ফিরতে চান সালাম

২০২২-০৬-১৪

ফুটপাতের পাশে ব্যাগ বিক্রি করেন আবদুস সালাম। মোহাম্মদপুর বছিলা সড়কের পাশে প্রায় ৪ বছর ধরে কাজ করছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। সালামের বাড়ি বরিশালের মুলাদী। তিনি জানান, সংগীত বিদ্যায়তন ছায়ানটে লোকসংগীতের কোর্স করেছেন। একজন প্রিয় শিক্ষকের সাহায্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইওডার সংগীত বিভাগেও পড়াশোনা শুরু করেছিলেন। তবে টাকার অভাবে পড়াশোনা শেষ করতে পারেননি বলে জানিয়েছেন সালাম। 

 

নিজের কথা ও সুরেই গান তুলেন আবদুস সালাম। তার স্বপ্ন একটাই, সংগীতের ওপর পড়াশোনা শেষ করবেন তিনি।  

Your Comment