‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার'- স্লোগানে ‘বসন্ত উৎসব- ১৪২৮’ উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘সমগীত’। এতে গান শোনান সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি, ব্যান্ড লীলা, সহজিয়া ও সমগীতসহ বেশ কয়েকটি গানের দল। এই আয়োজনে আলোচকরা বলেন, প্রতিনিয়ত দখল, লুন্ঠন ও অতি মুনাফাখোরদের সহিংসতার শিকার হচ্ছে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ। যারা এই ধ্বংসের পেছনে আছেন তাদের পরাজিত করে, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান তাদের।