সোমবার ৩রা চৈত্র ১৪৩১ Monday 17th March 2025

সোমবার ৩রা চৈত্র ১৪৩১

Monday 17th March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

১২০ টাকায় কেমন যাচ্ছে চা শ্রমিকদের দিন

২০২২-০৮-২৪

দৃকনিউজ প্রতিবেদন

    

ভোটের সময় এমপিরা এসে ভোট চাইলেও চলমান চা শ্রমিক আন্দোলনে কেউ এসে তাদের খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ চা শ্রমিকদের। ১২০ টাকায় কেমন চা শ্রমিকদের জীবন, দেখুন দৃকনিউজ প্রতিবেদনে।

৩০০ টাকা মজুরির দাবিতে চা- শ্রমিক ধর্মঘটের ১৪ দিন পেরিয়েছে।